“মুনাফিকী থেকে বাঁচার উপায়” বইটির সম্পর্কে কিছু কথা:nমুনাফিকী বা কপটতা হলাে এমন একটি কঠিন ব্যাধি, যার পরিণতি অত্যন্ত ভয়াবহ ও মারাত্মক ক্ষতিকর। মুনাফিকী বা কপটতা মানুষের অন্তরের জন্য এত ক্ষতিকর যে, তা মানুষের অন্তরকে সম্পূর্ণ নষ্ট করে দেয়, যার ফলে একজন মানুষ দুনিয়াতে ঈমান হারা হয় এবং দুনিয়া থেকে তাকে বেঈমান হয়ে চির বিদায় নিতে হয়। মানুষের অন্তর নষ্ট করার জন্য মুনাফিকী বা কপটতার চেয়ে মারাত্মক ক্ষতিকর আর কোনাে কিছুই হতে পারে না। একজন মানুষ কখনই মুনাফিকী বা কপটতাকে পছন্দ করে না। কিন্তু তারপরও তাকে তার অজান্তে মুনাফিকী বা কপটতায় আক্রান্ত হতে হয়। বিশেষ করে নিফাকে আমলী বা ছােট নিফাক এর অর্থ এ নয় যে, মানুষ মুনাফিকী বা কপটতাকে প্রতিহত করতে অক্ষম বা মুনাফিকী হতে বেঁচে থাকা মানুষের জন্য অসম্ভব। যারা মুনাফিকীকে হালকা করে দেখে বা নিফাক হতে নিজেদের রক্ষা করার চেষ্টা কম করে তারাই মুনাফিকীতে আক্রান্ত হয়। নিফাক মানুষের যাবতীয় ভাল ও প্রশংসনীয় গুণকে ছিনিয়ে নেয় ও ঘৃণার পাত্রে পরিণত করে। কুরআনে করীমে আল্লাহ তাআলা মুনাফিকদের অবস্থা তাদের গুণ ও তাদের তৎপরতা তুলে ধরে একটি সূরা নাযিল করেন। আমরা এ কিতাবে নিফাকের সংজ্ঞা, প্রকার, মুনাফিকদের চরিত্র ও নিফাক থেকে বাঁচার উপায়গুলাে সংক্ষিপ্তাকারে আলােচনা করব। যারা এ কিতাব লিখতে আমাদের সহযােগিতা করবে এবং মানুষের মধ্যে তা প্রকাশে অংশগ্রহণ করবে আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Reviews
There are no reviews yet.