আলহামদুলিল্লাহ‚ মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে আজ ১৩ জানুয়ারী/২০২৪ মিফতাহ শপ ডট কমের সাথে আমাদের যাত্রা শুরু হলো। আল্লাহ প্রদত্ত ও রাসূল (ﷺ) প্রদর্শিত পন্থায় হালাল রিজিক অন্বেষণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য। আমরা নিয়ত করেছি যে‚ এই প্রতিষ্ঠানের মুনাফার ৫০% আল্লাহর রাস্তায় (দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে) সাদাকা করবো- ইনশাআল্লাহ।
উল্লেখ্য‚ সাদাকার প্রমাণক নিয়মিত প্রদর্শন করা হবে আমাদের ফেসবুক পেজ (miftahshop.com‚ মিফতাহ প্রকাশনী) এবং এই ওয়েবসাইটে ইনশাআল্লাহ।
‘খেজুরের এক টুকরা দান করে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও।’ – বুখারি/৭৫১২