মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যে মুসলিম ধারার পথিকৃৎদের একজন। একাধারে তিনি উপন্যাস, নাটক, প্রবন্ধ সহ সাহিত্যের বিভিন্ন শাখায় কালজয়ী কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। শিশু সাহিত্যে তাঁর প্রতিভা আর দরদের উত্তম উদাহরণ ছোটদের মহানবি।nক্লাসিকাল সাহিত্যের অন্যরকম একটি সৌন্দর্য ও স্বাদ আছে। সেই স্বাদ অক্ষুণ্ন রাখতে সময়ের স্রোতে ভাষা, শব্দ আর বানানের বিধি পরিবর্তন হলেও তা অপরিবর্তনীয় রূপেই মুদ্রণ করতে হয়। কিন্তু বইটি শিশু-কিশোরদের। তারা সবে মাত্র ভাষা, শব্দ আর বানানের পাঠ শুরু করেছে। তাদের কাছে শতাব্দী পুরোনো শব্দ ও বানান অস্বস্তিকর ঠেকতে পারে। তাই অনেকটা বাধ্য হয়েই মীর মশাররফ হোসেনের এ বইয়ে কিছু বানান আমরা পরিমার্জন করেছি। আর দুয়েকটি জায়গায় তথ্যগত বিভ্রাটও শুধরাতে হয়েছে; তবে তা একেবারে হাতেগোনা দুয়েকটি। পাশাপাশি ছোটদের পাঠের সুবিধার্থে উপশিরোনাম জুড়ে দেওয়ার দায়টাও আমাদের। এটুকু পরিমার্জন আশা করি ইতিবাচক গণ্য হবে।nশিশু-কিশোরদের মানস গঠনে এ বই খুবই কার্যকর ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। বইটি এত বেশি দরদ, ভালোবাসা আর মজা করে লেখা– বিমুগ্ধ না হয়ে উপায় নেই।
Reviews
There are no reviews yet.