এই পুস্তিকাখানি আসলে ডক্টর উমার সুলাইমান আল-আশকার কর্তৃক আরবি ভাষায় প্রণীত। যার নাম عالم الملائكة الأبرار (আ-লামুল মালাইকাতিল আবরার)। অবশ্য লেখক তার হুবহু অনুবাদ করেননি। তিনি বাংলাতে নিজের মতো প্রকাশ করেছেন। মৌলিক আকীদার ক্ষেত্রে পুস্তিকাটি অতি গুরুত্বপূর্ণ। যেহেতু ফেরেশতাগণের প্রতি ঈমান রাখা ঈমানের দ্বিতীয় রুকন। আর তাদের সম্বন্ধে অনেক লোকের অনেক ভুল ধারণাও আছে। সে অদৃশ্য জগত সম্পর্কে অনেকের সন্দেহও বর্তমান। সেহেতু বাংলাভাষী মুসলিম জনসাধারনের জন্য তা প্রকাশ করা একান্ত জরুরি ছিল বলে লেখক মনে করেন এবং এর সংস্করণে মনোযোগ দেন। বইটি পাঠকের ফেরাশতাগণ সম্পর্কে সঠিক ধারণা পেতে সাহায্য করবে বলে আমরা মনে করি।
Reviews
There are no reviews yet.