আমার ভালবাসার কাশ্মীরnnসেই ছােট্টবেলায়, যখন আমি হিফজখানায় পড়ি, বড় ভাইদের কাছে শুনতাম কাশ্মীরের গল্প। কাশ্মীরী ছােট্ট শিশুদের বীরত্বের গল্প, গোঁফ উকি দেওয়া কিশােরদের বীরত্বের গল্প, মুহাম্মাদ বিন কাসিমের মতাে যুবকদের বীরত্বের গল্প আর হযরত খাওলার মতাে কাশ্মীরী বীরাঙ্গণাদের বীরত্বের গল্প। সেইসব গল্প শুনতে শুনতে আমার রক্তে যেন বান ডেকে উঠত। আমি যেন হারিয়ে যেতাম কাশ্মীরে। হয়ে উঠতাম যেন কাশ্মীরী বীরবালক।nnযখন বড় হলাম, পেপার-পত্রিকায় পড়তাম আমার ভালবাসার কাশ্মীরের গল্প । কাশ্মীরীদের উপর ভারতীয় হায়নাদের নির্যাতনের গল্প। বড় ভয়ানক সেইসব গল্প। পড়ে পড়ে কথায় মাথা মুড়িয়ে লুকিয়ে লুকিয়ে কত কেঁদেছি! আমার ভালবাসার কাশ্মীরের জন্য আমি কত অশ্রু ঝরিয়েছি। আমার ভালবাসার কাশ্মীরের মুক্তি চেয়ে কত রাত ভাের করেছি। আহা, কাশ্মীর, আমার ভালবাসার কাশ্মীর!nআমার ভালবাসার কাশ্মীর একদিন মুক্তির স্বাদ পাবে। স্বাধীনতার স্বাদ পাবে। কাশ্মীরেরও জুটবে কাক্ষিত আযাদী, ইনশাআল্লাহ।
Reviews
There are no reviews yet.