লেখকnসালাফী ও আহলে হাদীস আলেমদের দৃষ্টিতে ইখতেলাফ ও মতভেদের কারণ এবং তা নিরসনের পন্থাnআমাদের কিছু বন্ধু যারা নিজেদের ‘আহলে হাদীস বা সালাফী কিংবা গাইরে মুকাল্লিদ’ পরিচয় দেন, তাদের ধারণা—ফিকহী মাযহাবের ইমামগণের মাঝে ইখতিলাফ ও মতভেদ এ জন্যই হয়েছে যে তাদের সময়ে হাদীস-গ্রন্থগুলাে সংকলিত হয়নি। ফলে সংশ্লিষ্ট অনেক বিষয়ে হাদীস না। জানার কারণে তারা রায় ও কিয়াসের ভিত্তিতে ফতােয়া দিয়েছেন। এ জন্য তাদের অনেক ফতােয়া বা মত সহীহ হাদীসের সঙ্গে সাংঘর্ষিক হয়েছে। কিন্তু পরবর্তীতে হাদীস-গ্রন্থগুলাে সংকলিত হলেও তাঁদের অন্ধ অনুসারীরা মাযহাবী গোঁড়ামিবশত সহীহ হাদীস না মেনে ইমামদের মতকেই আঁকড়ে ধরে আছে। ফলে এই ইখতিলাফ ও মতভেদ এখনাে রয়ে গেছে। অথচ প্রত্যেক ইমাম বলেছেন ‘সহীহ হাদীসই আমার মাযহাব।nতাদের ধারণা—সকলেই যদি কুরআন এবং সহীহ হাদীস অনুসরণের ব্যাপারে সম্মত হয়ে যায় তা হলে ইখতিলাফ ও মতপার্থক্য দূর হয়ে যাবে। ইখতিলাফ তাে এ জন্যই হয় যে একপক্ষ কুরআন ও সহীহ হাদীস অনুসরণ করে, অন্যপক্ষ সহীহ হাদীস বর্জন করে যঈফ বা জাল হাদীস কিংবা ইমামদের তাকলীদ করে। তাদের ধারণা বা সত্য একটাই। একাধিক পদ্ধতি ও নিয়ম কখনাে হক হতে পারে না।
Reviews
There are no reviews yet.