রয়্যাল নেপাল এয়ারলাইন্সের বিমান কাঠমাণ্ডু এয়ারপাের্টে ঠিক চারটায় রানওয়ের দিকে যেতে শুরু করেছে। আমি জানালার পাশের সিটে বসে। আছি। এরি মধ্যে হঠাৎ আমি আতংকিত হয়ে পড়লাম। ভয়ে আমার শরীর কাঁপছে। আমার দৃষ্টি এয়ারপাের্টের এক প্রান্ত থেকে অপর প্রান্তে আটকে আছে। প্রতিনিয়তই স্মৃতির ক্যানভাসে এ ভয়ই ভেসে উঠছে যে, এখন পুলিশের গাড়ি দেখা যাবে আর পাইলট বিমানকে টেক্সিওয়ের উপরই থামিয়ে দিবে এবং পুলিশ আমাকে গ্রেফতার করে ফেলবে। যদিও এমন ঝড় পূর্বেও কয়েকবার আমার উপর দিয়ে বয়ে গেছে। তথাপি একাধারে দীর্ঘ সাড়ে তিন বছর পর্যন্ত জীবন-মরণের খেলা খেলার পর আমি মানসিকভাবে দুর্বল হয়ে গেছি। তদুপরি পরিস্থিতি তাে এ পর্যন্ত পৌঁছেছে যে, একদিকে স্বাধীনতা, | নিজের মাতৃভূমি, নিজের ঘর, নিজের পরিবার অপরদিকে থার্ড ডিগ্রী নির্যাতনের পীড়াদায়ক মৃত্যু। এ দুয়ের মাঝে শুধু কয়েক মিনিটের ব্যবধান, আর কয়েক মিনিটেই ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। তাছাড়া সব সময় তাে | সুযােগ হাতে আসে না। এখন তাে এটা সর্বশেষ লড়াই।
Reviews
There are no reviews yet.