বেস্ট অব দ্য স্টোরিস
সূরা ইউসুফ হচ্ছে বেস্ট অব দ্য স্টোরিস। পৃথিবীতে যত গল্প হতে পারে, যত কাহিনি হতে পারে, যত উপাখ্যান হতে পারে তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ গল্প বা উপাখ্যান বা স্টোরি হচ্ছে সূরা ইউসুফের স্টোরি। এর চাইতে সুন্দর গল্প বা স্টোরি বা উপাখ্যান হতে পারে না।
একটা গল্প কতটা নান্দনিক হতে পারে, কতটা অনবদ্য হতে পারে, কতটা অনিন্দ্য সুন্দর হতে পারে; এর ধারা বর্ণনাশৈলী কতটা চমকপ্রদ হতে পারে তা আমরা পড়েছি। কত সুন্দরভাবে আল্লাহ সূরা ইউসুফের কাহিনি আমাদের সাথে শেয়ার করেছেন।