মুহিব খান
416_মুহিব খান

মুহিব খান

বাংলাদেশের একজন জনপ্রিয় কবি, শিল্পী, লেখক, সাংবাদিক, কলামিস্ট, সুবক্তা, টিভি আলােচক ও উপস্থাপক। একজন উদারপন্থী চিন্তাবিদ, দার্শনিক এবং প্রগতিশীল রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও তিনি সর্বমহলে সমাদৃত। তার কবিতা ও সংগীত দেশপ্রেম, মানবতাবাদ, বিশ্ব-শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় সংহতি এবং ধর্মীয় ও আধ্যাত্মিক চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করে। জীবন, প্রকৃতি, প্রেম-বিরহ ও তাত্ত্বিক রহস্যের ব্যতিক্রমী উপাদানও ফুটে ওঠে তার রচনায়। বাংলাদেশের বিপুল জননন্দিত জাতীয় কণ্ঠশিল্পীদের অনেকেই গণমাধ্যমে তার লেখা গান পরিবেশন করেছেন। গণমাধ্যমে এবং দেশ বিদেশের শত শত মঞ্চে ময়দানে মিলনায়তনে অনবদ্য বক্তৃতা, কবিতা ও সংগীতে কোটি মানুষের হৃদয় জয় করেছেন তিনি নিজেও। তার কথা-সুরে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উদ্দীপনা সংগীত এবং আইন-শৃঙ্খলা ও নিরাপত্তারক্ষী বাহিনীর জন্য দলীয় সংগীতও রয়েছে। তিনি বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ধর্মীয় টিভি চ্যানেল ইসলামিক টিভির প্রথম অনুষ্ঠান নির্বাহী ছিলেন।
তার লেখা বইসমুহ
Miftah Prokashoni Logo

৩৪ নর্থব্রুক হল রোড , ৭০ নং দোকান,
মাদ্রাসা মার্কেট (৩য় তলা) বাংলাবাজার, ঢাকা

নেভিগেশন

গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ

© 2023 Miftah Shop. All Rights Reserved.
Developed by Niharon Technologies