“তাওহীদ ও শিরক প্রকার ও প্রকৃতি”-বইয়ের কিছু কথাn‘তাওহীদ ও শিরক প্রকার ও প্রকৃতি; বইটি শাইখ জুনায়েদ বাবুনগরী রহ. এর লেখা অসাধারন একটি বই । বইটি অনুবাদ করেছেন আব্দুল আউয়াল । বইটির সম্পাদনা করেছেন হাবিবুর রহমান । বইতি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের মার্চ মাসে । বইটি প্রকাশিত হয় আর রিহাব পাবলিকেশন্স প্রকাশনী থেকে এবং এর প্রকাশক হাবিব বিন আব্দুল হাকিম । তাওহীদ , একটি গুরুত্বপুর্ন শব্দ মুসলমানদের জন্য । মানব জীবনে আকিদা বিশ্বাসের রয়েছে অনেক গভীর সম্পর্ক , অনেক মজবুত বন্ধন । আমাদের মনে আকিদা সবসময় লুকায়িত থাকে যা কিছু সময়ে প্রকাশ পায় । এই আকিদা বিশ্বাসের মধ্যে অত্যান্ত গুরুত্বপুর্ন হচ্ছে একনিষ্ঠতার সাথে তাওহীদের আকিদা পোষন করা । কারন এটাই হচ্ছে দ্বীনের মুল ভিত্তি ও আদম আঃ থেকে শেষ নবী মুহাম্মদ সাঃ পর্যন্ত সকল নবী রাসুলের দাওয়াত দেওয়ার মুল বিষয় ।nকোন মানুষ যদি এই তাওহীদের আকিদার উপরে অটল থাকে তাদের জন্য রয়েছে অনেক পুরষ্কার , যা স্বয়ং আল্লাহ তাদের দিবেন । এই তাওহীদের সঠিক আকিদা নিয়ে যদি কেউ মৃত্যুবরন করতে না পারে , তাদের জন্য রয়েছে দুর্ভাগ্য ও তাদের স্থান হবে দোযখে । আল্লাহ এর সাথে কোন শীরক করলে সেই অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না । এই জন্য মুমিনদের জন্য স্বচ্ছ আকীদায় বিশ্বাস রাখা জরুরী । একজন প্রকৃত মুমিন হতে হলে তার মধ্যে স্বচ্ছ আকীদা, তাওহীদ থাকতে হবে , এবং পাশাপাশি তাদের মধ্যে শীরকের মতো জঘন্য ব্যাপার মুক্ত থাকতে হবে । এই বইটি তে মুসলমানদের জন্য তাওহীদ ও শিরক বিভিন্ন দিক বিশ্লেষণ করে তুলে ধরেছেন লেখক যা প্রতিটি মুসলমানের জানা থাকা জরুরী । দারুন তথ্যবহুল এ বইটি প্রতিটি মুসলমানের সংগ্রহে রাখা উচিত ।
Reviews
There are no reviews yet.