সিয়ামকে যথাযথ মূল্যায়ন করার ক্ষেত্রে রয়েছে নানান অজ্ঞতা, বিভ্রান্তি এবং কুসংস্কার। কেউ কেউ রমজানকে বরণ করে মজুতদারি ও কালোবাজারির মাধ্যমে জিনিস পত্রের দাম বাড়িয়ে দিয়ে। কেউবা পয়সার বিনিময়ে খতমে কুরআন, খতমে তাহলীল, খতমে খাজেগান, দুরূদে নারিয়া, দুরূদে তাজ ইত্যাদি ইবাদতের নামে তৈরি করা বিভিন্ন বিদআতের মাধ্যমে। আবার কেউবা রমজানকে বরণ করছে আল্লাহর কাছে প্রার্থনার পরিবর্তে বিভিন্ন মাজারে, দরগায়, ভণ্ড পীরদের আস্তানায় গিয়ে প্রার্থনার মাধ্যমে।n.nরমজানের সিয়াম সাধনার লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে সঠিক জ্ঞান ও সঠিক শিক্ষার অবর্তমানে সৃষ্ট এই নারকীয় পরিস্থিতি হতে মুক্তি পেতে হলে আমাদেরকে ফিরে আসতে হবে কুরআন ও সুন্নাহর দিকে। জানতে হবে সিয়ামের মূল লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে। এই গ্রন্থের মাধ্যমে এই বিষয়গুলোই কুরআন ও সহীহ হাদীসের আলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। রমাদান ও সিয়াম সম্পর্কে প্রয়োজনীয় দৈনন্দিন প্রায় সকল মাসায়েল, ফাজায়েল ও এ মাসে করণীয়-বর্জনীয় বিষয়গুলো প্রশ্নোত্তরের মাধ্যমে ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে। কুরআন ও সহীহ হাদীসের আলোকে রামাদান বিষয়ে সকল প্রশ্নের উত্তর জানার জন্য এটি হতে পারে একটি অসাধারণ গাইড বুক।
Reviews
There are no reviews yet.