আলেম ও শাসকের সংঘাত এক চিরন্তন ব্যাপার। সর্বকালে ও সর্বস্থানে এই সংঘাত পরিলক্ষিত। দুনিয়ার সামান্য কিছুর বিনিময়ে যেসব আলেম জালিম শাসকের সাথে তাদের দ্বীনের সওদা করে ফেলে, এরা হলো উলামায়ে সু। কিন্তু যেসকল মহান আলেম জালিম শাসকের সাথে কখনো দ্বীনের সওদা করেন না, তাঁরাই হলেন উলামায়ে হক।nউলামায়ে সু—দের জায়গা হয় রাজদরবারে। শাসকেরা এদেরকে কিছুদিন ব্যবহার করে একসময় টয়লেট পেপারের মতো ছুঁড়ে মারে। জাতির কাছে এরা হয় ধিকৃত। নিন্দিত। এরা নিক্ষিপ্ত হয় ইতিহাসের আস্তাকুঁড়ে। পক্ষান্তরে উলামায়ে হকদের জায়গা হয় কারাগারে। গারদের ভেতর কষ্টের সময় পার করলেও জাতির কাছে এঁরাই হন সমাদৃত। নন্দিত। ইতিহাসে হন স্মরণীয় ও বরণীয়।nসময়ের জালিমের সাথে আপস করেননি বলেই যুগে যুগে বহু নবি, রাসুল, সাহাবা, তাবেয়িন ও আলেমদের সইতে হয়েছে সীমাহীন জুলুম। বরণ করতে হয়েছে দেশান্তরি। হাসিমুখে গলায় পরতে হয়েছে ফাঁসির রজ্জু। যেতে হয়ছে নবি ইউসুফ আলাইহিস সালামের পাঠশালা কারাগারে।
Reviews
There are no reviews yet.