মুহাম্মাদ মুরসি মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট। দীর্ঘ কয়েক দশক থেকে চেপে বসা স্বৈরাচার পতনের পর জনতার অবাধ রায়ে তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে বরিত হন। পাশাপাশি মুসলিম ব্রাদারহুড থেকে নির্বাচিত হওয়ায় সারা বিশ্বের মুক্তিকামী মুসলিমদের কাছেও তিনি প্রত্যাশার প্রতীক হয়ে ওঠেন। কিন্তু বহুমুখী আন্তর্জাতিক এবং সাবেক স্বৈরাচারের সহযোগীদের ষড়যন্ত্রে তিনি স্বল্প সময়ের মধ্যে সামরিক অভ্যুত্থানে কারান্ত্যরীণ হন। দীর্ঘ ছয় বছর কারারুদ্ধ থাকার পর ১৭ জুন ২০১৯ তারিখে আদালতে শাহাদাত বরণ করেন তিনি। তিনি দৃশ্যপটে ছিলেন খুবই স্বল্প সময়, কিন্তু এর মধ্যে সাক্ষী হয়েছেন অসংখ্য ঘটনাপ্রবাহের। প্রতিকূলতার মোকাবিলা করেছেন নজিরবিহীন আর পরবর্তীদের জন্য রেখে গেছেন সংগ্রাম আর দৃঢ়তার প্রেরণা। মুরসি এবং প্রাসঙ্গিকভাবে আরব বসন্ত নিয়ে ইতিবাচক ও সমালোচনামূলক উভয় ধরনের কিছু লেখা নিয়ে সংকলিত হয়েছে পুস্তিকাটি। বইটির পাঠ কল্পনা ও আবেগের জায়গা থেকে পাঠককে অনেকটা বাস্তবতায় নিয়ে আসবে। আবার সব বিষয়েই যে একমত হতে হবে তাও নয়।
Reviews
There are no reviews yet.