পরকালে বিশ্বাসী প্রত্যেক মুসলমানের বিশ্বাস যে, তার গুনাহ খাতা আছে। মানুষের পাপের কারণে জাহান্নাম ও কবরের আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য রাসুল (ﷺ) জানাযার সালাতের বিধান নির্ধারণ করেছেন। এর মাধ্যমে জীবিত মুসলিমগণ তাদের মৃত ভাইয়ের জন্য ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সুপারিশ করেন যাতে তিনি কবর ও জাহান্নামের আজাব থেকে রেহাই পেতে পারেন। বহু বিশুদ্ধ হাদিস থেকে জানা যায় সুরা ফাতেহা ছাড়া কোন সালাত সাধনের অস্তিত্ব প্রতিষ্ঠিত হয় না। একমাত্র সুরা ফাতেহা এমন একটি সূরা যাকে উম্মুল কুরআন বলা হয়। তাছাড়া সুরা ফাতেহা হচ্ছে সম্পূর্ণ কুরআনের সারমর্ম এবং এ সূরার মাধ্যমে অল্প কথায় আল্লাহর সকল প্রশংসা করা হয়েছে। তাই শরীয়তে সূরা ফাতিহাকে সকল সালাতের জন্য অপরিহার্য করা হয়েছে।nইনশাআল্লাহ, “ বিনা ফাতিহায় জানাযা! ” বইটি পড়ে আমরা জানাযার সালাতে সূরা ফাতেহার বিধান সম্পর্কে জানতে পারবো।n❒ এছাড়াও আমাদের দেশে সাধারণত জানাযার সালাতে সূরা ফাতেহা পড়া হয় না। এটি একটি মৃত সুন্নাহ। সুতরাং আমরা যদি মৃত সুন্নাহকে জীবত করতে পারি, তাহলে ১ জন শহীদের সাওয়াব পাবো ইনশাআল্লাহ।n❒ বইটির কভার ডিজাইন মাশাআল্লাহ অসাধারণ। বইটির প্রথমেই লেখক আব্দুল মান্নান বিন হিদায়াতুল্লাহ [রহঃ] এর সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং পরবর্তী পরিচ্ছেদে সালাতে জানাজা সুরা ফাতেহা ছাড়া বিশুদ্ধ হবে কিনা সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও বড় পীর আব্দুল কাদের জিলানী [রহঃ] এর “গুনিয়াতুত তালেবীন” থেকেও আলহামদুলিল্লাহ বেশ কয়েকটি দলিল দেওয়া হয়েছে। বইটির বহুল প্রচার প্রসার কামনা করি। উক্ত বইটির যেন লেখক, প্রকাশক এবং সংশ্লিষ্ট সকলের জান্নাতুল ফেরদৌস লাভের উসিলা হয়। আমিন।
Reviews
There are no reviews yet.