আলোকিত জীবনের প্রত্যাশায়’ বইয়ের ফ্লাপের লেখাnপ্রকাশকের কথা… আজকাল দিন বদলের অনেক বুলি আমরা শুনতে পাই। ওদের চোখে দিন বদল মানে অদ্ভুত রঙেঢঙে অবাধ্যতার মাঝে ডুবে থাকা। উন্মাদ হয়ে বিশ্বাস থেকে অবিশ্বাসে, আলো থেকে অন্ধকারে হারিয়ে যাওয়া। লক্ষ্য-উদ্দেশ্যহীন খামখেয়ালি জীবন চলা। মনে যা আসে, তা-ই করা। কিন্তু যারা বিশ্বাসী, তারা উন্মাদদের মন-চাহি স্রোতে গা ভাসিয়ে দেয় না। ওদের নিষ্ফল জাঁকজমকতা দেখে মােহাবিষ্ট হয় না। তারা পার্থিব এ জীবনকে আলােকিত করে তােলার পাঠ গ্রহণ করে। এ জীবনকে কাজে লাগিয়ে আখিরাতের কামিয়াবি হাসিল করে। হ্যাঁ, সেসব বিশ্বাসী মানুষের জন্যই বক্ষ্যমাণ গ্রন্থে সন্নিবিষ্ট হয়েছে পঞ্চাশটি অতি উপকারী পাঠ। শাইখ খালিদ আল-হুসাইনান রহ. কর্তৃক পরম যতনে রচিত এ যে চমক্কার শিক্ষণীয় এক গ্রন্থ। যা বাংলায় আমরা আলােকিত জীবনের প্রত্যাশায়… নামকরণে গ্রন্থাকারে প্রকাশ করেছি। সত্যিই এসব পাঠ আনুগত্যশীলদের আরাে অনুগত হওয়ার দীক্ষা দেবে। স্রষ্টা ও তাঁর সৃষ্টির সাথে একজন ঈমানদারের কেমন শিষ্টাচার হওয়া উচিত- সেই বােধ জাগিয়ে তোলবে। সর্বোপরি আখিরাতের কামিয়াবি অর্জনের লক্ষ্যে পার্থিব জীবনের প্রতিটি পদক্ষেপকে সুন্দর করতে অনুপ্রেরণা জোগাবে। মহান আল্লাহ আমাদেরকে এসব উপকারী পাঠ থেকে শিক্ষা গ্রহণ করার তাওফীক দান করুন। আমীন……
Reviews
There are no reviews yet.