সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক। দরূদ ও সালাম আল্লাহর বান্দা ও তাঁর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর পরিবার-পরিজন ও তাঁর সকল সাহাবীর উপর বর্ষিত হোক। ইহজগতে মানবীয় জীবনে একজন ব্যক্তির ওপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহান আমানতের অন্তর্ভুক্ত হিসেবে কতক বিষয়ে বিশেষ দায়িত্ব পালনে যত্নবান হওয়া জরুরি। তন্মধ্যে সন্তানাদি প্রতিপালন ও তাদের প্রতি বিশেষ যত্নবান হওয়া অন্যতম। সৎ সন্তান গড়তে হলে তাদেরকে বিশেষভাবে প্রতিপালন করতে হবে। তাদেরকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিতে হবে। তাদেরকে ভালো ও কল্যাণকর পরামর্শ এবং সঠিক দিক নির্দেশনা দিতে হবে। কেননা সন্তানরাই হলো সামগ্রিকভাবে সবচেয়ে বড় আমানত ও সম্পদ; যাদেরকে সংরক্ষণ ও প্রতিপালন করার প্রতি মহান আল্লাহ তা‘আলা নির্দেশনা দিয়েছেন।
Reviews
There are no reviews yet.