মক্কায় অবস্থিত মুসলিম ওয়ার্ল্ড লিগের অঙ্গসংস্থা ‘আল-বারনামাজুল আলামিয়্যু লিত-তারিফ বি-নাবিয়্যির রহমাহ’-এর অধীনে আন্তর্জাতিক এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দয়া ও মহানুভবতার পরিচয়দানবিষয়ক সেই প্রতিযোগিতার শিরোনাম দেওয়া হয়,nمظاهر الرحمة للبشر في شخصية النبي صلى الله عليه وسلمnঅর্থাৎ ‘মানবজাতির প্রতি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দয়া ও মহানুভবতার দিকসমূহ’।nএই প্রতিযোগিতায় পঁচিশটি দেশের চারশ ত্রিশজনের গবেষণাপত্র জমা হয়। তার মধ্যে প্রথম পুরস্কার অর্জন করে এই গ্রন্থটি।nড. রাগিব সারজানির পক্ষ থেকে এই প্রয়াস ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দয়া ও মহানুভবতার যথাযথ উপস্থাপনের লক্ষ্যে, যাতে পৃথিবীর প্রতিটি মানুষ তাঁর দয়া ও মহানুভবতা সম্পর্কে অবগত হয়ে জীবনের সঠিক দিক নির্ণয়ে সচেষ্ট হয়।nনিজের অন্যান্য বইয়ের মতো এ রচনাতেও ড. রাগিব সারজানি তার শতভাগ নিজস্বতা বজায় রেখেছেন। কেবল ইতিহাসে নয়, বরং সিরাতের ক্ষেত্রেও বিস্তর আলোচনায় তিনি কতখানি প্রাজ্ঞজন, পাঠক প্রমাণ পাবেন তার এ সুবিন্যস্ত গ্রন্থনায়।
Reviews
There are no reviews yet.