মানুষের জন্য পার্থিব জীবনই একমাত্র জীবন নয়, বরং মৃত্যুর পরের জীবনই আসল ও অনন্ত জীবন। সেখানে পার্থিব জীবনের নৈতিক পরিণাম ফল অবশ্যই প্রকাশিত হবে। প্রতিটি পাপ-পুণ্যের সুবিচারপূর্ণ সিদ্ধান্ত দেয়া হবে। সেদিনের সেই ভয়াবহ রূপ সম্পর্কে কারো মনে জাগরুক থাকলে পাপ থেকে দূরে থাকা যায়, পাশাপাশি উন্নত ও উত্তম চরিত্র লাভ করা যায়। অর্থাৎ প্রবৃত্তির দাসত্ব ও শয়তানী প্ররোচনা থেকে মুক্ত হয়ে নিষ্ঠার সাথে নেক আমল করতে হলে আখিরাতের প্রতি বিশ্বাস অবশ্যই থাকতে হবে। ‘মৃত্যু যবনিকার ওপারে’ গ্রন্থটিতে লেখক সেই মৃত্যু ও আখিরাত সম্পর্কে কুরআন দিয়ে আলোকপাত করেছেন।
Reviews
There are no reviews yet.