আলহামদুলিল্লাহ, ওয়াস স্বলাতু ওয়াস সালামু আ’লা রসূলিল্লাহ, আম্মাবা’দ, আলোকিত প্রকাশনী থেকে ‘কুরআনে বর্ণিত সকল দু’আ ও তার তাফসির’ বইটা বের করার পর সহীহ হাদিসে বর্ণিত সকল দু’আগুলো একত্র করে আরেকটা দু’আর বই বের করার প্রবল ইচ্ছা কাজ করছিল যেখানে দু’আগুলোর ব্যাখাও থাকবে। ‘হাদিসে বর্ণিত দু’আসমূহ ও তার ব্যাখ্যা’ বইটার মাধ্যমে আমাদের সেই আশা পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। যদিও হাদিসের সকল দু’আ একত্র করা খুবই কঠিন তবে লেখক চেষ্টা করেছেন একত্র করার, হয়ত আরও কিছু বাকি থাকতে পারে তবে হাদিসগ্রন্থগুলো থেকে খুজে খুজে প্রায় হাজারের মত যেই দু’আগুলো তিনি একত্র করেছেন তা খুবই প্রশংসার দাবি রাখে, আল্লাহ তা’লা তাকে উত্তম জাযা দিন।nকুরআনে বর্ণিত সকল দু’আ ও তার তাফসির বইটার পর হাদিসে বর্ণিত দু’আ সমূহ ও তার ব্যাখ্যা বই দুইটা যাদের বাড়িতে থাকবে, দু’আ বিষয়ক যেন সবকিছুই তাদের বাড়িতে রয়েছে। আল্লাহ তা’লা বইটাকে কবুল করুন এবং সর্বত্র পৌছে দিন।
Reviews
There are no reviews yet.