ঘুমোতে যাওয়া থেকে জাগ্রত হওয়া পর্যন্ত, সর্বাবস্থায় নবীজি ﷺ-এর যিকির আযকারের এক অনন্য সংকলন ‘হিসনে হাসিন’। হিসনুল মুসলিমের মত হিসনে হাসিনও একটি বিখ্যাত বই। আমাদের দেশের আলিম ওলামা এই বইটি পড়ার কথা বলেন। এতে বিপদ থেকে মুক্তি লাভ, শত্রু কবল থেকে সুরক্ষা, মোট কথা মুমিনের জীবনের সার্বিক বিষয়ে নবীজির দুআ, যিকির এতে রয়েছে।n.nএই জন্য ইমাম জাযারি রহ. বইটির নাম দিয়েছেন হিসনে হাসিন, অর্থাৎ সুরক্ষিত দুর্গ। মুমিনের মন সর্বদা আল্লাহর স্মরণে লেগে থাকে, আল্লাহর যিকিরই তার আশ্রয়স্থল। দুআ মুমিনের প্রধান হাতিয়ার। দুআ যিকির দ্বারা মুমিন এমন এক নিরাপত্তা বেষ্টনীতে চলে আসে, যা কোনো জীন শয়তান ভেদ করতে পারে না, কোনো বহিঃ শত্রু আক্রমণ করতে পারে না। হিসনে হাসিন এমনই একটি দুর্গ, মুমিনের নিরাপত্তা নিশ্চিত করতেই এই দুর্গ।
Reviews
There are no reviews yet.