পৃথিবীতে যাকে আল্লাহ্ তাআলা সবচেয়ে বড় জালেম আখ্যা দিচ্ছেন সে হলাে—’আল্লাহর সঙ্গে কাউকে শরীককারী।’ এই শিরককারী মহাপাপী, সবচেয়ে বড় জালেম। আল্লাহকে কোনাে আকার-আকৃতিতে বােঝা, কোনাে সুরত বা মূর্তিতে তাঁকে কল্পনা করা, কোনাে নকশায়, কোনাে দৃশ্যে তাঁকে ভাবা, তাঁকে কোনােরূপ আকার-আকৃতিতে কল্পনা করা, চিন্তা ও কল্পনাশক্তির কোনাে স্তরে, কোনােভাবে তার কোনাে চিত্র অঙ্কন এটা পৃথিবীর সবচেয়ে বড় জুলুম। তাঁকে এক ও একক মানতে হবে কোনাে ধরনের অংশীদারিত্ব ছাড়া। যেমন : স্ত্রী ও সন্তান ছাড়া, সাথী ও সঙ্গী ছাড়া, উজির ও মুশির (উপদেষ্টা) ছাড়া। আল্লাহকে এক ও একক মানতে হবে মাতা-পিতা ছাড়া, এক মানতে হবে কোনাে সাহায্যকারী ছাড়া।
Reviews
There are no reviews yet.