মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক বিষয়। পৃথিবীর প্রথম মানব হযরত আদম (আ.) থেকেই ভুলের জন্ম, তবে সেই ভুলগুলাে যদি মানুষকে আল্লাহর অবাধ্যতার দিকে নিয়ে যায় তবে সেগুলাে শুধু ভুল থাকেনা, সে গুলাে পাপে পরিণত হয়। আজকাল মানুষ খুব সহজেই পাপের সাথে জড়িয়ে নিচ্ছে নিজেদেরকে অথচ আল্লাহ মানুষকে সকল ধরণের ছােট-বড় গুনাহ/পাপ থেকে নিজেকে হেফাজত করতে বলেছেন। আজ আমাদের চলার পথে আমরা ছােট গুনাহের দিকে লক্ষ করবাে তাে দুর অনেক বড় গুনাহকেও কোন সমস্যা মনে করিনা, তাই আজকের আলােচনা সকল ধরনের কবিরা গুনাহ বা মহা পাপ সম্পর্কে। যে সকল। গুনাহ আমাদেরকে চির সত্য জাহান্নামে নিক্ষেপ করবে। যে সকল গুনাহের কারণে হাজারাে জাতী পৃথিবীতেই শাস্তি ভােগ করেছিল। গুনাহের ব্যাপারে কোরআন ও হাদীসে অসংখ্য বর্ণনা পাওয়া যায়। পাওয়া যায় অসংখ্য মনীষিদের উক্তি।
Reviews
There are no reviews yet.