একবার আশ’আবের পেছনে কিছু ছেলেমেয়ে জড়ো হলো। তারা আশ’আবকে বিরক্ত করতে লাগল। তাদের হাত থেকে বাঁচার জন্য সে মিথ্যা বলার সিদ্ধান্ত নিল। তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য বলল, ‘তোমরা সালিম ইবনু আবদিল্লাহ কাছে যাও। সে সবাইকে ফ্রি খেজুর বিলি করছে!’ একথা শুনে বাচ্চারা পড়িমড়ি করে সালিমের বাড়ির দিকে ছুটল। একটু পর আশ’আব কী যেন ভাবল! হঠাৎ সে নিজেও বাচ্চাদের পেছনে দৌড়ানো শুরু করল। আশ’আব বলল, ‘কে জানে! আমি যা বানিয়ে বলেছি হয়তো সেটাই ঘটছে! যাই, গিয়ে দেখি, সালিম খেজুর বিলি করছে কি না!’ (তারীখু বাগদাদ, ৭/৫০৯) — ইসলামি ইতিহাসের এমন চমৎকার ও মজার ঘটনাগুলো নিয়ে সত্যায়ন প্রকাশন এর উপহার ‘মুচকি হাসা সুন্নাহ’।
Reviews
There are no reviews yet.