আল্লাহ তাআলা নিজ মহিমা প্রকাশের জন্য এমন অনেক ব্যক্তিত্বধারী লোকদের চয়ন করেছেন, যারা ছিলেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত এবং প্রিয়ভাজন। তাদেরই একজন হজরত মারইয়াম বিনতে ইমরান আলাইহাস সালাম। আল্লাহ তাআলার একনিষ্ঠ এ বান্দিকে তিনি চয়ন করেছেন নিজ মহিমা প্রকাশের লক্ষ্যে।n. আল্লাহ তাআলা পিতা ছাড়াই সন্তান-দানের ইচ্ছা করলেন, আর সেজন্য এ মহীয়সীকে নির্ধারণ করলেন। দান করলেন আল্লাহর এক বিশিষ্ট নবির মাতা হওয়ার সৌভাগ্য। অতঃপর একের পর এক পরীক্ষার সম্মুখীন হয়ে নিজ ঈমানের বিশুদ্ধতা এবং আল্লাহর প্রতি ভরসার অনন্য নিদর্শন স্থাপন করলেন। পরবর্তীদের জন্য অনুপম আদর্শ হয়ে রইলেন চির ভাস্বর।n. সেই মহীয়সীর জীবন নিয়েই রচিত হয়েছে এ গ্রন্থটি। বিখ্যাত ঐতিহাসিক ড. আলি মুহাম্মদ সাল্লাবির ভাষ্যে জানতে পারবেন হজরত মারইয়াম আলাইহাস সালাম সম্পর্কে কুরআনের আলোচনা। তার জন্ম, মৃত্যু, ঈসা আলাইহিস সালামের জন্ম এবং জীবনের নানা পরীক্ষা সম্পর্কে জানা যাবে। মহীয়সী জীবনের পাঠ আমাদের ঈমান রাঙিয়ে তুলুক।
Reviews
There are no reviews yet.