বিপ্লব কখনো এমনি এমনি আসে না। প্রতিটি বিপ্লবের পেছনে থাকে বেদনার ইতিহাস, ত্যাগের কাহিনি এবং রক্তের সিঁড়ি বেয়ে এগিয়ে যাওয়া এক অদম্য সংগ্রাম। ২০২৪ সালের জুলাই বিপ্লবও তেমনই এক অধ্যায়। প্রায় দুই হাজার শহীদের আত্মত্যাগ এবং ১৮ হাজারের বেশি আহত মানুষের নিঃস্বার্থ সংগ্রামের বিনিময়ে আমরা পেয়েছি ফ্যাসিবাদ মুক্ত এক নতুন বাংলাদেশের সম্ভাবনা। কিন্তু আজ, মাত্র কয়েক মাস পর, আমরা কি সেই স্বপ্ন ভুলতে বসেছি? শহীদদের রক্ত আর আহতদের ত্যাগ কি আমাদের কাছে শুধুই অতীতের গল্প? এই বিপ্লবের আদর্শ এবং স্পিরিট আমাদের হৃদয়ে ধারণ না করলে সেই ইতিহাস ধীরে ধীরে মিলিয়ে যাবে।
এই চিন্তা থেকেই জুলাই বিপ্লবে “১০০ শহিদের গল্প” রচনার প্রয়াস। এই বইয়ে আমি তুলে ধরার চেষ্টা করেছি সেই সব মর্মস্পর্শী ১০০ জন শহিদের বীরত্বগাথা, যারা আমাদের স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিজের জীবন উৎসর্গ করেছেন। তাদের কাহিনিগুলো আমাদের ভবিষ্যৎ গড়ার দিকনির্দেশনা। আমাদের দায়িত্ব শুধু এই গল্পগুলো সংরক্ষণ করা নয়, বরং তা ছড়িয়ে দেওয়া—পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। কারণ, জাতি তার ইতিহাস ভুললে পথ হারায়। আশা করি, এই বই পাঠকদের অনুপ্রেরণা জোগাবে এবং আমাদের সেই আদর্শের প্রতি আরও একবার প্রতিশ্রুতিবদ্ধ হতে শেখাবে।
Reviews
There are no reviews yet.