গল্প’ শব্দটি শুনলেই আমরা চনমনিয়ে উঠি। যেকোনো বয়সের মানুষ গল্প শুনতে ভালোবাসে, গল্প পড়তে ভালোবাসে। গল্পকে চিত্তাকর্ষক করার জন্য বেশিরভাগ গল্পকথক ও গল্পলেখক গল্পকে অতিরঞ্জিত করেন। গল্পের কিছু অংশ থাকে সত্য, কিছু অংশ থাকে কল্পনা। ফলে, গল্প শব্দটি শুনলেই মনে হয় সত্য-মিথ্যার মিশ্রণ।nতবে, কুরআনের গল্প আর প্রচলিত গল্পের মধ্যে মৌলিক পার্থক্য আছে। কুরআনের গল্পে কোনো মিথ্যা কথা নেই, কোনো অতিরঞ্জন নেই; নেই কোনো কল্পকাহিনি। মহান আল্লাহ মিথ্যা কোনো ঘটনা কুরআনে উল্লেখ করেননি। আল্লাহ কুরআনে বারবার রেটোরিকাল প্রশ্ন করেছেন ‘আল্লাহর চেয়ে সত্যবাদী কে হতে পারে?’n‘কুরআনের গল্প’ বইয়ের বেশিরভাগ গল্প বর্তমান সময়ের প্রেক্ষাপটের সাথে মিলিয়ে আমরা কী শিখতে পারি সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে। আল্লাহ এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের জন্য নাজিল করেননি, আমাদের শিক্ষার জন্য নাজিল করেছেন। এই উদ্দেশ্য মাথায় রেখে গল্পগুলো সাজানো হয়েছে।
Reviews
There are no reviews yet.