ইসলামি জীবন ব্যবস্থার মূলভিত্তি হলো কুরআন ও সুন্নাহ। মহান আল্লাহ মানুষের কল্যাণে জীবন বিধান হিসেবে প্রিয় নবিজির মাধ্যমে গাইড স্বরূপ দান করেছেন আল-কুরআন। এর ব্যাখ্যা হচ্ছে নবিজির সুন্নাহ। ইরশাদ হচ্ছে—‘আর রাসুল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো।’—[সুরা হাশর, আয়াত : ৭]nসুন্নাহ মুমিনের অলংকার। জান্নাত লাভের অন্যতম সোপান। রাসুল্লাহ সা. এর সুন্নত পালনেই মুমিনের কল্যাণ ও সফলতা নিহিত। নবিজির জীবন দর্শন ও কর্মে যে যতোটুকু অনুসরণ করবে, সে ততোটুকু কল্যাণ ও সফলতা লাভ করবে। অতএব শান্তি ও নিরাপত্তায় সুন্নত অনুসরণের বিকল্প নেই।nআপনি জানেন কি—কিয়ামতের দিন কোন ব্যক্তি আরশের ছায়াতলে আশ্রয় পাবে?, কোন ব্যক্তির জন্য প্রিয় নবিজি জান্নাতের জামিন হবেন?, কোন সে আমল যার মাধ্যমে জাহান্নাম ও কপটতা থেকে মুক্তির আদেশ জারি হয়, এমনকি নবিজির পক্ষে জান্নাতের সুপারিশ ওয়াজিব হয়?nআপনার কি জানা আছে—কোন আমলে শারীরিক ও মানসিক সকল রোগের আরোগ্য রয়েছে? কোন আমলে বিনা হিসেবে জান্নাত লাভ হয়? কারা জান্নাতে প্রিয় নবিজির খুব কাছাকাছি থাকবে?—এমন সব চমৎকার সুন্নতের ডালি দিয়ে সাজানো এ গ্রন্থটি। যা আমাদেরকে নবিজির সুন্নত পুঙ্খানুপুঙ্খরূপে পালনে অনুপ্রাণিত করবে। জান্নাতের সরল পথে চলতে বিশেষভাবে সাহায্য করবে। নবিজির সুন্নত হোক আমাদের জীবন পথের পাথেয়।
Reviews
There are no reviews yet.