খালাফ থেকে নিয়ে সালাফ পর্যন্ত সকল যুগের শত শ্রেষ্ঠ মনীষীগণের জীবনালেখ্য এক মলাটে নিয়ে আসা সামান্য বিষয় নয়। লেখক সেই অসামান্য বিষয়টি সাধন করেছেন। যদিও হাজার হাজার মনীষীগণের মধ্যে মাত্র ১০০ জনের জীবনী এসেছে। তবে চমৎকার ব্যাপার হচ্ছে, প্রকাশিতব্য বইটিতে সব যুগের একেকজন মহান ব্যক্তিত্বের জীবনী নিয়ে এসে ওই যুগকে ধারণ করা হয়েছে।পাঠক একেকজন মনীষীর জীবনী পাঠ করবেন আর সে যুগে নিজেকে কল্পনা করবেন। বিষয়টি একইসাথে মজার এবং শিহরিত হওয়ার। আমি বইটির কবুলিয়ত ও বহুল প্রচার কামনা করি।nমাওলানা জিয়াউর রহমানnখতিব, আম্বরখানা জামে মসজিদ, সিলেট।
Reviews
There are no reviews yet.