সাইয়িদ কুতুব, মুহাম্মাদ কুতুব, আমিনা কুতুব, হামিদা কুতুব এবং ইমাম হাসান আল বান্নারnস্ত্রী লাতিফা আলসুলির হৃদয়গ্রাহী জীবনালেখ্য।n.nএ বইটি আপনাকে দেবে প্রেরণা, উদ্বেলিত অশ্রু আর ঈমানি আবেগ। কুতুব পরিবার নিছকnএকটি পরিবারই নয়; তা যেন একটি আন্দোলন। বাবা-মা হারা ভাইবোনদের কোলে-পিঠে করেnমানুষ করেন বড়ো ভাই সাইয়িদ। এমনকি সাইয়িদ ইসলামি সাহিত্যের যে ধারা সূচনা করেnগেছেন, তা মুহাম্মাদ, হামিদা ও আমিনা কুতুবের লেখাতেও পরিস্ফূট। কুতুব পরিবার ইসলামিnআন্দোলনের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। মুখোমুখি হয়েছেন চরম জুলুম-নির্যাতনের।nকিন্তু তারা ইসলামি আন্দোলন থেকে বিন্দুমাত্র পিছু হটেননি। কুতুব পরিবার শুধু মিশরের নয়,nবরং তারা গোটা বিশ্বের ইসলামি আন্দোলনের কর্মীদের জন্যই প্রেরণার নকিব। কুতুবnপরিবারের সেই হৃদয়গ্রাহী সংগ্রামগাথা নিয়েই এই বইটি।
Reviews
There are no reviews yet.