“আল্লাহর রাসূল সা.-এর সাথে একটি দিন অতিবাহিত করার রোমাঞ্চকর এক আবেগ আমাকে যেন আচ্ছন্ন করে রেখেছিল। . সাহাবায়ে কেরাম যেভাবে নবি সা.-কে ভালোবেসেছিলেন, ঈমানের ওপর আপসহীনভাবে দাঁড়িয়েছিলেন, যেভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে একমাত্র তাঁরই সুন্নাহর অনুসরণ করেছেন– তাদের মতো হওয়া পরবর্তী কারও পক্ষে অসম্ভব। কারণ, রাসূলের সোহবতের যে পরশ, যে জাদু, যে আবেগ, যে উদ্দীপনা, যে বরকত– তার সৌভাগ্য মাত্র একটি প্রজন্ম লাভ করেছেন; এরপর সে সুযোগ চিরদিনের তরে রুদ্ধ হয়ে গেছে। কিন্তু নবি সা.-এর দৈহিক উপস্থিতি ছাড়া সম্পূর্ণ রিসালাত, হিদায়াত ও সুন্নাহর নিয়ামত পৃথিবীর প্রলয়দিন অবধি আল্লাহ তায়ালা জীবন্ত রেখেছেন অলৌকিকভাবে। সেগুলোকে সন্ধিৎসু হয়ে খুঁজে নেওয়া, সকল কিছুর ওপর প্রাধান্য দেওয়া এবং ব্যক্তি, পরিবার, সমাজ তথা জীবনের প্রতিটি অঙ্গনে রাসূল সা.-এর আদর্শকে প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করা উম্মতের প্রতিটি নর-নারীর ওপর ফরজ।” . রাসূলুল্লাহর সান্নিধ্যের সেই আকাক্সক্ষারই বর্ণায়ন বক্ষ্যমাণ বইটি…
Reviews
There are no reviews yet.