শহিদ ইমাম হাসান আল বান্না হাদিসের গ্রন্থাবলি হতে সংগৃহীত দুআ ও যিকির-সংবলিত একটি পুস্তিকা রচনা করেন, তিনি এর নামকরণ করেছেন আল-মাছুরাত। মূলত ইমাম নববি রচিত আল-আযকার এবং শায়খুল ইসলাম ইবনু তাইমিয়া রচিত আল-কালিমুত তাইয়িব-এর আলোকে তিনি এ পুস্তিকা রচনা করেন।nইখওয়ানুল মুসলিমিনের সকল কর্মীর কাছেই এ পুস্তিকা রয়েছে। আর এটা প্রায় সকলের মুখস্থও আছে। কারণ, তারা সকাল-সন্ধ্যা এ দুআ ও ওযিফাসমূহ পাঠ করে।
Reviews
There are no reviews yet.