ইসলামি আন্দোলনের পথিকৃৎ ইমাম হাসান আল বান্না রহ. লিখেছেন খুব কম; আর যাও লিখেছেন তা খুবই সংক্ষিপ্ত, তবে সেই সংক্ষিপ্ত লেখাগুলোতে রয়েছে ইলমের প্রাচুর্য, ভারসাম্যের সৌন্দর্য ও প্রজ্ঞার ঝলক। .n‘রিসালাতুত তায়ালিম’ ইমাম বান্না রচিত রিসালাগুলোর মধ্যে সবচে প্রসিদ্ধ ও সর্বাধিক পঠিত। উসতায ইউসুফ আল কারযাভীর ভাষায়— “রিসালাতুত তায়ালিম ইমাম হাসান আল বান্নার রত্নসম রচনা।” এই রিসালায় ইসলামি আন্দোলনের কর্মীদের বাইয়াতের রুকন তথা প্রত্যাশিত গুণাবলি এবং দায়িত্ব-কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। বাংলায় এর নামকরণ করা হয়েছে— ‘ইসলামি আন্দোলনের কর্মীদের প্রতি ইমাম বান্নার নসিহত’।
Reviews
There are no reviews yet.