আয়াত ইমতিহান এক নব দম্পতি। রাজধানীর হৃদয়ে আয়েশী রাজা-রানীর মতো কাটছে তাঁদের জীবন। তাঁদের সেই অনাবিল জীবনে ধেয়ে আসে এক তৃতীয় পক্ষ। সেই তৃতীয় পক্ষটি কোনো মানব নয়; বরং এক যান্ত্রিক শক্তি। সেই যান্ত্রিক শক্তিটি তাঁদের জীবনে নিয়ে আসে বিচ্ছেদের এক প্রবল ঝড়। সেই ঝড় প্রতিরোধ করে নিজেদের দাম্পত্য সুখকে কি টিকিয়ে রাখতে পেরেছিলো তাঁরা? নাকি হারিয়ে গিয়েছিলো বিচ্ছেদের ধূ ধূ বালিতে?ওদিকে ইমতিহানের কাছে আসে এক অদ্ভুত চিঠি। নাম ঠিকানাহীন সেই চিঠি। চিঠিতে লেখা ‘আমি মরতে চাই। আত্মহত্যা জায়েযের একটি পথ করে দিন আমায়।’ কে পাঠিয়েছিলো সেই নাম-ঠিকানাহীন চিঠি? কেনইবা সে মরতে চায়? ইমতিহান কি খুঁজে বের করতে পেরেছিলো চিঠির প্রেরককে? বাঁচাতে পেরেছিলো তাকে? নাকি এর আগেই আত্মহত্যা করেছিলো সেই মানুষটি?অন্যদিকে উপন্যাসের বিস্তৃত এক জায়গাজুড়ে হেঁটে চলেছিলো আবরার-নাতাশার কাহিনী। কী সেই কাহিনী? উপন্যাসের বিস্তৃত জায়গাজুড়ে তাঁরা কী এমন অবদান রেখে গেছে অতি সন্তর্পণে, যার দরুন লেখক তাঁদের কাহিনী লিখে রেখেছেন বিশাল অংশজুড়ে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে পড়তে হবে ‘উইল ইউ ম্যারি মি?’আর হ্যাঁ, সাবধান! রোমান্টিকতা, ইমোশন, ভাঙা-গড়া আর তথ্যসমৃদ্ধ যুক্তির আদলে বেড়ে ওঠা এই উপন্যাস আপনাকে দিতে পারে এক অন্যরকম অনন্য অনুভূতি। তাই পরিপূর্ণ মানসিক প্রস্তুতি নিয়েই পড়তে বসুন স্বতন্ত্র এই উপন্যাসটি। কেননা, উপন্যাসের চরিত্রের সাথে সাথে উঠানামা করতে থাকবে আপনার অনুভূতির পারদ-ও!
Reviews
There are no reviews yet.