আল কুরআন ও আল হাদিস ইসলামি শরিয়তের মৌলিক ও প্রধান দুই উৎস। কুরআন ও হাদিসের প্রাণসত্তাকে ধারণকারী ইজমা ও কিয়াস শরিয়তের পরিপূরক উৎস। হাদিস সংগ্রহ ও হাদিসের বিশুদ্ধতা নিরুপণের জন্য ইলমে হাদিসের ইমামগণ কঠোর পরিশ্রম করেছেন। এজন্য তাঁরা প্রণয়ন করেছেন বিধিবদ্ধ নিয়মনীতি ও সূক্ষাতিসূক্ষ্ম নানান মানদণ্ড। দ্বীন ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী যেকোনো পাঠক ও শিক্ষার্থীর জন্য ইলমে হাদিসের এসকল নিয়মকানুন সম্পর্কে একটি সম্যক ধারণা রাখা অপরিহার্য। ইলমুল হাদিসের ওপর বিষদ জ্ঞানার্জনের জন্য বিস্তৃত পড়াশোনা প্রয়োজন। কিন্তু ইসলাম শিক্ষার একজন সাধারণ পাঠক বা প্রাথমিক শিক্ষার্থীর জন্য সংক্ষিপ্ত,সহজ ও সাবলীলভাবে ইলমুল হাদিসের একটি সামগ্রিক ধারণা রাখাই যথেষ্ট। ইমাম হাসান আল বান্না রচিত ‘উলুমুল হাদিস’ পুস্তিকাটি সেক্ষেত্রে বেশ ভালো একটি অবলম্বন হবে।
Reviews
There are no reviews yet.