ইসলামি পুনর্জাগরণ আন্দোলন মুসলিম দেশ ও জনপদগুলোতে ইসলামের পুনরুজ্জীবনের জোর প্রচেষ্টারত। এই প্রচেষ্টার রয়েছে বহুবিধ অবদান,সাফল্য ও পর্যালোচনা। অনেক সময় রাজনৈতিক সাফল্যকে একমাত্র মানদণ্ড ধরে ইসলামি পুনর্জাগরণ আন্দোলনগুলোকে ওজন করা হয়। ফলে ইসলামি আন্দোলনের বিশাল অবদান,অর্জন ও প্রভাব অনেকটা আলোচনার পাদপ্রদীপ থেকে প্রচ্ছন্ন থেকে যায়। আবার ইসলামি আন্দোলনগুলোর অগ্রাধিকার কর্মসূচি সুনির্ধারিত না হলে পরে অনেকসময় আকাক্সিক্ষত কাজের তুলনায় প্রান্তিক কাজকর্মে সময়-শ্রম বেশি ব্যয়িত হতে পারে। তাই কাজের ক্ষেত্র ও অগ্রাধিকার নির্ণয়ও একটি গুরুত্বপূর্ণ কাজ। ‘ইসলামি পুনর্জাগরণ আন্দোলন : আকাঙ্ক্ষা ও আশঙ্কা’ পুস্তিকাটি ইউসুফ আল কারযাভীর একটি বক্তৃতার লিখিত রূপ। এ পুস্তিকায় তিনি ইসলামি পুনর্জাগরণ আন্দোলনের অবদান ও সাফল্য নিয়ে আলোচনা করেছেন এবং পাশাপাশি তিনি আলোকপাত করেছেন ইসলামি পুনর্জাগরণ আন্দোলনের আকাক্সিক্ষত কাজের ক্ষেত্রগুলোও। ইসলামি আন্দোলনের পথ হারানোর যেসকল আশঙ্কার জায়গাগুলো রয়েছে,তাও তিনি আলাপে এনেছেন।
Reviews
There are no reviews yet.