nالحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعدهnআল্লাহর দরবারে অসংখ্য সিজদায়ে শােকর, যিনি আমাদের শ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন, অতঃপর যে পন্থায় জীবন-যাপন করলে তার সন্তুষ্টি লাভ করে চিরসুখের আবাস জান্নাত অর্জন করা যায় তার যাবতীয় পথ বাতলে দিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হােক, নবী মুহাম্মাদ (সা.), তার আহলে বায়ত এবং কিয়ামত পর্যন্ত তার অনুসারীগণের প্রতি। দারুল কারার পাবলিকেশন্স থেকে যে দোয়া কবুল হবেই” বইটি প্রকাশ হবে শুনে প্রিত হলাম। বইটিতে দোয়া কবুল হওয়ার বিশেষ বিশেষ মুহূর্ত, শর্ত ও আদব নিয়ে আলােচনা করা হয়েছে, যাতে মুমিনের দোয়া বৃথা না যায়, বরং অবশ্যই কবুল হয়। তাই কলেবর ছােট্ট হলেও এটা একটি অতি গুরুত্বপূর্ণ ও অসাধারণ বই। কেননা বান্দা যদি তার কাঙ্ক্ষিত বস্তু কোনাে প্রকার শারীরিক শ্রম ও অর্থ ব্যয় ব্যতীত কেবল তার রবের নিকট দোয়া করার মাধ্যমেই পেয়ে যায়, তাহলে আর কী চাই! বইটির বিষয়বস্তু অতিশয় উপকারী এবং অনুবাদও মা-শা-আল্লাহ খুব সুন্দর হয়েছে। প্রতিটি মুমিনকে তার অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছে দিতে এ গুরুত্বপূর্ণ বইটি প্রভূত সহায়ক হবে ইনশাআল্লাহ। তাই বইটি দ্রুত ছাপানাের পরামর্শ দেয়া হলাে। দোয়া করি, দারুল কারার পাবলিকেশন্স নির্ভেজাল ইসলামের প্রচার-প্রচারে এগিয়ে যাক এবং সময়ােপযােগি বই-পুস্তক প্রকাশের মাধ্যমে ইসলামের পথে বিশেষ অবদান রাখতে সক্ষম হােক। আমীন!n-আব্দুল্লাহ শাহেদn
Reviews
There are no reviews yet.