তাওহীদের পরেই মহান আল্লাহ যে বিষয়টির প্রতি সর্বাধিক গুরুত্ব প্রদান করেছেন এবং কঠোরভাবে নির্দেশ প্রদান করেছেন সেটি নিঃসন্দেহে সলাত।অনেক গুরুত্বপূর্ণ ইবাদত যেমন আজ সঠিকভাবে পালন করা হচ্ছে না তেমনি আজ সেগুলি মহানবী মুহাম্মদ (সা.) এর তরীকা মোতাবেক আদায় হচ্ছে না।অধিকাংশ মানুষ তো আমলের বিশুদ্ধতা যাচাইয়ের প্রয়োজনই মনে করে না।যে আমল সমাজে চালু আছে সেটাই করে থাকে। এমনকি আল্লাহর নৈকট্যলাভের সর্বশ্রেষ্ঠ মাধ্যম সলাতের ক্ষেত্রেও একই অবস্থা। অথচ সমাজে প্রচলিত সলাতের হুকুম-আহকাম অধিকাংশই ক্রটিপূর্ণ। ফলে রাসূলুল্লাহ (সা.)-এর সলাতের সাথে আমাদের অনেকেরই সলাতের কোনো মিল নেই। বিশেষ করে জাল ও যঈফ হাদীসের করালগ্রাসে রাসূলুল্লাহ (সা.) এর সলাত সমাজ থেকে প্রায় বিলীন হয়ে গেছে। এহেনঅবস্থায় বিশুদ্ধ দলীলভিত্তিক একটি সলাত নির্দেশিকার বড় অভাব অনুভূত হয়।
Reviews
There are no reviews yet.