শাইখ যুবায়ের আলী যাঈ ১৯৫৭ সালের ২৫ জুন পাঞ্জাব-এর এ্যাটক জেলার কাছাকাছি পীরদাদ গ্রামে জন্মলাভ করেন। তিনি ছিলেন পাঠান বংশীয়। ১৯৮২ সালে তিনি বিয়ে করেন এবং তার ৩ ছেলে (তাহির, আব্দুল্লাহ সাকিব ও মুয়াজ) এবং চার কন্যা ছিল। তিনি তাঁর মূল ভাষা হিন্দকো ছাড়াও আরবি, ইংরেজি, উর্দু, পশতু, ফার্সি ও গ্রীক ভাষা সাবলীলভাবে কথা বলতে পারতেন।nশিক্ষা: শায়েখ যুবায়ের আলী যাঈ এফ. এ (এক সময় ইন্টারমিডিয়েটকে ফার্স্ট আর্ট বা এফ এ. বলা হতো) পর্যন্ত পড়াশুনা করেন। এরপর একটা প্রাইভেট প্রতিষ্ঠান থেকে বি.এ শেষ করেন। ১৯৮৩ সালে তিনি ইসলাম শিক্ষা বিষয়ে এম.এ. পাশ করেন। লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৪ সালে আরবিতেও এম.এ. শেষ করেন। ১৯৭২ সালে তিনি সহীহ বুখারি’র প্রথম খণ্ড পড়েন। ১৯৭২ থেকে ১৯৭৪ এর মধ্যে আহলে হাদীস হয়ে যান।nদাওয়াতের ময়দানে অবদান পাকিস্তানের আলবানীখ্যাত “হাফেজ যুবায়ের আলী যাঈ” তাঁর প্রাক্তন শিক্ষক রাশিদির মতো একজন বিশিষ্ট গ্রন্থাকারিক ছিলেন। তিনি হাজরোতে একটি ব্যক্তিগত গ্রন্থাগার প্রতিষ্ঠা করেছিলেন। এখানেই তিনি তাঁর বেশিরভাগ সময় অতিবাহিত করেছিলেন।
Reviews
There are no reviews yet.