হাদীস অস্বীকারকারীরা বিভিন্ন যুক্তি দিয়ে সহীহ্ হাদীস অস্বীকার করে থাকে এবং সবচেয়ে বেশি যুদ্ধ চালিয়ে যেতে থাকে ইমাম বুখারী ও সহীহ্ বুখারীর ওপরে। হাফেজ যুবায়ের আলী যাঈ তাদের যাবতীয় অভিযোগ এই বইয়ে অনেক চমৎকার করে খণ্ডন করেছেন এবং অনুবাদক খুব সুন্দরভাবে প্রাঞ্জল বাংলায় অনুবাদ করেছেন, মা শা আল্লাহ। আল্লাহ মূল লেখক এবং অনুবাদককে উত্তম জাযা দান করুন। হাদীস অস্বীকারকারীরা বিভিন্ন সহীহ বুখারীতে আছে: নবী যুক্তি দিয়ে হাদীস অস্বীকার করে থাকে। যেমন বলেছেন, ‘তোমাদের কারো পানীয় দ্রব্যে মাছি পড়লে সেটাকে তাতে ডুবিয়ে দেবে। অতঃপর তাকে উঠিয়ে ফেলবে। কেননা তার এক ডানায় রোগ থাকে আর অপর ডানায় থাকে রোগের প্রতিষেধক।১ সৌদি স্কলার হালিল ইব্রাহিম মুল্লা হাতির শুধুমাত্র এ হাদীসের ওপরেই একটি বই লিখেছেন, যেখানে তিনি এ হাদীসের ৫০টি ভিন্ন ভিন্ন মতন একত্রিত করেছেন।
Reviews
There are no reviews yet.