নেক আমল সে ছোট হোক বা বড়, কোনোটাই ফেলার নয়, তুচ্ছ নয়। অনেক ছোট ছোট আমল একত্রিত হয়েবড় পুরস্কারের কারণ হয়ে দাঁড়ায়।এ ছোট্ট পুস্তিকাটিতে ছোট থেকে বড় মিলে কয়েকটি আমল স্থান পেয়েছে। রয়েছে কিয়ামত পর্যন্ত অবিকৃতআসমানী গ্রন্থ মহান রবের কালাম কুরআন মাজীদের ৮টি সূরা। অতি উপকারী সকাল-সন্ধ্যার দোয়ারসমাহার। এর কতক এমনও রয়েছে যে, তা সকালে পাঠ করলে সারাদিন যাবতীয় অনিষ্ট থেকে হেফাযতেথাকা যায়, এমনটি রাত হওয়ার আগে মারা গেলে জান্নাতী হওয়ার সুসংবাদ রয়েছে। আবার রাতে পাঠকরলেও সকাল অবধি অনুরূপ ফযিলত পাওয়া যায়। রয়েছে আরো কতিপয় অতি প্রয়োজনীয় দোআ যাআমলনামা সমৃদ্ধ করতে এবং দুনিয়া আখিরাতে বরকত লাভে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।পুস্তিকার শেষে রয়েছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯টি গুণবাচক নাম, যে সম্পর্কে রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : নিশ্চয় আল্লাহর ১০০টির মধ্যে ১টি কম তথা এমন ৯৯টি নামরয়েছে, যে ব্যক্তি তা গণনা (সংরক্ষণ) করবে, সে জান্নাতে প্রবেশ করবে। [বুখারী ৭৩৯২, মুসলিম ৬৯৮৬,
Reviews
There are no reviews yet.