সমস্ত প্রশংসা জগতসমুহের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য। আমরা আল্লাহর প্রশংসা করি। তাঁরই নিকট সাহায্য প্রার্থনা করি,তাঁর কাছেই ক্ষমা চাই। আমরা আমাদের আত্মার অনিষ্টতা এবং মন্দ কাজ থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। তিনি যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারেনা। আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত দিতে পারেনা। আমি সাক্ষ্য দিচ্ছি: আল্লাহ ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই। তিনি এক,অদ্বিতীয়। তাঁর কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে,নিশ্চয়ই মুহাম্মাদ আল্লাহর বান্দা ও তাঁর রাসুল। অতঃপর: নিশ্চয়ই সবচেয়ে সত্য বাণী হলো আল্লাহর কালাম (বাণী)। সর্বোত্তম হেদায়েত হলো মুহাম্মাদ এর হেদায়েত। সর্ব নিকৃষ্ট কাজ হলো দ্বীনের মধ্যে নতুন উদ্ভাবিত বিষয়াবলী। আর প্রত্যেক নবউদ্ভাবিত বিষয়ই বিদআত। আর প্রত্যেক বিদআতই পথভ্রষ্টতা। আর প্রত্যেক পথভ্রষ্টতাই জাহান্নামে নিক্ষিপ্ত। আপনারা এই বক্তৃতা বা সাক্ষাৎকার অথবা আলোচনার শিরোনাম শুনেছেন,দাওয়াতি ময়দানে মানহাজ স্পষ্টতার প্রভাব ও প্রয়োজনীয়তা।
Reviews
There are no reviews yet.