কুরআন কারিমের উপদেশগুলো সব বয়সের মানুষের জন্য সমান উপযোগী। প্রয়োজন সেখান থেকে প্রত্যেকের ধারণ ক্ষমতা অনুযায়ী শিক্ষা নেওয়া। শিশুর সক্ষমতা অনুসারে গল্পকারে উপদেশগুলো সাজানোর পরিশ্রমসাধ্য কাজটি করেছেন সৃজনশীল লেখক সায়্যিদ হামিদ মুসাভি।nবইটি আমাদের ছোট্ট সোনামনির জন্য- যে বাংলা বানান করে সবে পড়তে শিখেছে। তার বাংলাপড়া চর্চাকে বুদ্ধিদীপ্ততার সাথে এগিয়ে নেওয়ার কাজ করবে।nযারা পড়বে, তাদের আচরণে নানা রঙের উপদেশগুলো ফুটে উঠবে, সঠিক দীন চর্চায় হাতেখড়ি হবে ‘একটি আয়াত একটি গল্প’।
Reviews
There are no reviews yet.