“আমাদের নামাযের এক্সরে রিপোর্ট” বইটির ভূমিকা থেকে নেয়াঃnআল্লাহ তা’আলা আমাদেরকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ঈমানের পর অন্যতম ইবাদত হল নামায। এ নামায সঠিকভাবে আদায় করলে অফুরন্ত সওয়াব ও বরকত রয়েছে। আর সঠিকভাবে আদায় না করার শাস্তিও রয়েছে ভয়াবহ। বস্তুত নামায হল দ্বীনের স্তম্ভ। যে ব্যক্তি নামায কায়েম করল সে যেন দ্বীনকেই প্রতিষ্ঠা করল। তাই আমাদের নামায হতে হবে বিশুদ্ধ। এজন্য আমাদের শুদ্ধ করে নামায শিখতে হবে।nবক্ষমাণ গ্রন্থটিতে আমাদের নামাযে ঘটে যাওয়া কিছু ভুলের সমাধান তুলে ধরা হয়েছে, যেগুলাে আমাদের জন্য খুবই জরুরী। আর গ্রন্থটিকে পাঠকবর্গের সুবিধার্থে বিন্যস্ত করা হয়েছে এভাবেপ্রথমে আমাদের নামাযে ঘটে-যাওয়া ভুলের উল্লেখ করা হয়েছে। এরপর সেটার সংশােধন উল্লেখ করা হয়েছে নির্ভরযােগ্য কিতাবাদির প্রমাণ ও উদ্ধৃতি সহকারে।
Reviews
There are no reviews yet.