বিন্দু থেকে সিন্ধু হয়। একটি পুরনো প্রবাদ। তবে এর বাস্তবতা অন্তহীন। হাজার মাইলের যাত্রা শুরু হয় একটি পদক্ষেপের মাধ্যমেই। কোটি টাকার গণনার শুরুতেও আমরা পাই এক সংখ্যাকে।nআমাদের জীবনে এমন হাজারও কাজ আছে, যেগুলো দেখতে খুব ছোট; তবে সেগুলো সাফল্যের বুনিয়াদ। হেলা অবহেলায় সেগুলোর ওপর আমাদের নজর পড়ে না। ফলে নিজের অজান্তে মাশুল গুণতে হয় যাপিত জীবনে।nডক্টর আয়েয আল করনী এমনই কিছু কাজের তালিকা তৈরি করেছেন একটি ছোট্ট পুস্তিকায়। সঙ্গে দিয়েছেন কিছু পরামর্শ। অত্যন্ত সাবলীল ও প্রাঞ্জল ভাষায়। কোনো প্রকার দলিল-প্রমাণ দেনিন। কোনো দার্শনিক তথ্যও পেশ করেননি। ফলে পুস্তিকাটি খুব সুখপাঠ্য হয়েছে। তিনি সেই পুস্তিকার নাম রেখেছেন ’খা-রিত্বাতুত ত্বরীক’। এরই বাংলা রূপ ’ছোট কাজের বড় ফল’।
Reviews
There are no reviews yet.