আমি গাড়িতে করে মক্কায় যাচ্ছিলাম। হঠাৎ রাস্তায় ভয়াবহ এক দুর্ঘটনা ঘটল। আমি আমার গাড়ি থামিয়ে দ্রুত দুর্ঘটনা কবলিত গাড়িটির কাছে গেলাম। উঁকি দিয়ে ভিতরে দেখলাম। আমার হার্টবিট দ্রুত বাড়তে থাকল। ফুঁপিয়ে কেঁদে উঠলাম। ভিতরের দৃশ্য ভয়াবহ। গাড়ির ড্রাইভার স্টিয়ারিংয়ের সাথে লেগে আছে। শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের দিকে ইশারা করে আছে। তার চেহারা ছিল আলোকদীপ্ত। যেন এক টুকরো পূর্ণিমার চাঁদ। ছোট্ট মেয়েটি তার পিঠের সঙ্গে লেপ্টে আছে। দু’ হাতে বাবার গলা জড়িয়ে রেখেছে। বাবা-মেয়ে উভয়েই এই পৃথিবীকে ‘আল বিদা’ জানিয়ে ঊর্ধ্বজগতে চলে গেছে।nহঠাৎ কেউ চিৎকার করে উঠল- পিছনের সিটে নারী ও শিশু আছে!…’nএভাবেই ঊর্ধ্বজগতে চলে গেল আহমাদ ও তার ছোট্ট মেয়ে। আমরাও সবাই চলে যাব একদিন। চলে যেতেই হবে। উলটে দেখুন এ বইয়ের ভিতরের পাতাগুলো। জানতে পারবেন ঊর্ধ্বজগতের যাত্রীদের বিভিন্ন শিক্ষণীয় ঘটনা ও সংবাদ। হতে পারে আকস্মিক যাত্রার পূর্বেই কিছুটা প্রস্তুতি গ্রহণ করতে পারবেন।n– ড. মুহাম্মাদ ইবন আব্দুর রহমান আরিফী
Reviews
There are no reviews yet.