“প্রিয় বোন হতাশ হয়ো না” বইয়ের ভিতরের লেখা:nআজকের এই যুগে নারীসমাজের সংশােধনের পথ অনেক বৃদ্ধ হয়ে গেছে। পারিবারিকভাবে দীন শিক্ষার ব্যবস্থা আজ অনেক দুর্বল। তা ছাড়া অধিক হারে জীবিকা উপার্জনের কাজে নারীসমাজের অংশগ্রহণ ইসলামী সমাজব্যবস্থার কোমর ভেঙে দিচ্ছে। যে মা ঘরে বসে নিজের ছেলেমেয়েকে দীন-দুনিয়ার বহু বিষয়ে পারদর্শী করে তুলত, সেই মা এখন সন্তানকে গৃহপরিচারিকা অথবা টেলিভিশনের কার্টুনের কাছে সােপর্দ করে সারা দিন ক্লিনিক, শপিংমল, ব্যাংক, গার্মেন্টস ইত্যাদিতে পড়ে থাকে। এভাবে নতুন প্রজন্মের চরিত্র গঠনের কাজ মুখ থুবড়ে পড়ছে।nবক্ষ্যমাণ পুস্তকটি যদি কোন নারী অধ্যয়নের আওতায় রাখেন এবং এর পরামর্শগুলাে অনুশীলন করেন, তা হলে অবশ্যই তার জীবন সুবিন্যস্ত হয়ে উঠবে এবং তার পরিবারও পরিপাটি হয়ে উঠবে। একজন পুরুষ যদি বইটি পড়েন, তা হলে তিনিও নিজের জীবন ও পরিবারকে সুশৃঙ্খল করার অনেক তথ্য পাবেন।n
Reviews
There are no reviews yet.