প্রায়ই আমরা আলোচনার মাঝে সালাফে সালেহীন ও বুজুর্গানে দ্বীনের কথা বর্ণনা করে থাকি। নিজেদেরকে তাঁদের প্রকৃত উত্তরসূরি দাবি করি। কিন্তু আমরা কি সে পথে চলছি?- যে পথে তাঁরা চলেছেন। আমরা কি সেসব গুণে গুণান্বিত হতে পেরেছি?- যেসব গুণে তাঁরা গুণান্বিত ছিলেন। নিজেদের দিকেই একটু তাকিয়ে বলি- কেমন অবস্থা আজ আমাদের? দ্বীনকে কতটুকু আমরা আঁকড়ে ধরেছি? অথচ, কেমন ছিলেন আমাদের সালাফে সালেহীন ও বুজুর্গানে দ্বীন? কীভাবে তাঁরা দ্বীনকে আঁকড়ে ধরেছিলেন? এস, হে পথিক! পূর্বসূরিদের বৈশিষ্ট্য আর গুণাবলির প্রতি একটু লক্ষ্য করি। নিজেদের কথা আর কাজের মাঝে সত্যতার পরিচয় দিই। সত্যের পথে আলোকিত মহামানবদের প্রকৃত উত্তরসূরি হই….n
Reviews
There are no reviews yet.