বন্ধত্বের ভিত্তি হতে হবে ইমান ও আল্লাহর জন্য ভালোবাসা। এ ছাড়া যে বন্ধু্ত্ব কোন স্বার্থকে কেন্দ্র করে গড়ে উঠে, তা প্রকৃত বন্ধুত্ব নয়। স্বার্থসিদ্ধি হয়ে গেলে এ বন্ধুত্ব আর থাকে না। আবার কখনো কখনো বন্ধুত্ব গড়ে উঠে প্রবৃত্তির চাহিদার ওপর। এ বন্ধুত্ব ঠিক ততক্ষণই টিকে খাকে, যতক্ষণ পর্যন্ত পবৃত্তির চাহিদা বাকি থাকে। এধরেনর বন্ধুত্বে এক বন্ধু অপর বন্ধুর মাধ্যমে বেশী প্রতারিত হয়। পক্ষান্তরে যে বন্ধুত্ব ইমান ও আল্রাহর জন্য ভালোবাসাকে ভিত্তি করে গড়ে উঠে, সেটাই প্রকৃত ও স্থায়ী বন্ধুত্ব।
Reviews
There are no reviews yet.