পবিত্র কুরআন আমাদের জানিয়েছে, আল্লাহ তাআলা আমাদের তাঁর এবং একমাত্র তাঁরই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই লক্ষ্যে মানবজাতির প্রতি তিনি যুগে যুগে পাঠিয়েছেন অসংখ্য নবি-রাসুল। তাঁরা সকলেই ছিলেন দীনে ইলাহির একনিষ্ঠ দায়ি। তাঁদের শেষ ও শ্রেষ্ঠ দায়ি হলেন আমাদের নবি মুহাম্মাদ সা.। ফলে তাঁর অবর্তমানে দাওয়াহর এই গুরুদায়িত্ব বর্তায় উম্মাহর দায়িগণের ওপর। দীন প্রতিষ্ঠা ও শরিয়া বাস্তবায়নের জন্য আবশ্যক হলো দাওয়াহ, তা অনস্বীকার্য। কিন্তু দুঃখজনক হলেও বাস্তব, দাওয়াহ নিয়ে বাংলা ভাষায় তেমন কোনো গ্রন্থ নেই, যা থেকে পাঠক এর পরিচয় পদ্ধতি ইত্যাকার সমূহ বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। এই কমতি-খামতি ও ঘাটতি পূরণের লক্ষ্যেই রিশাহ্-এর প্রথম প্রকাশনা দাওয়াহ ও হিকামাহ গ্রন্থটি। আমরা আশা করি গ্রন্থটি পাঠের মধ্য দিয়ে দাওয়াহর পরিচয়, পদ্ধতি, ব্যবহার-অপব্যবহার জানার পাশাপাশি দায়ির কী কী গুণ থাকা এবং কী কী যোগ্যতা-দক্ষতা অর্জন অপরিহার্য; আর কোন কোন বিষয় থেকে তাঁকে বিরত ও পবিত্র থাকতে হবে—এসব জরুরি বিষয়ে পাঠক পরিষ্কার ও ব্যাখ্যামূলক এক অমূল্য ধারণা পাবেন।
Reviews
There are no reviews yet.