“রবের ভালোবাসা” বইটির অনুবাদকের কথা অংশ থেকে নেয়াঃnশাইখ ওমর সুলেইমান ‘Allah Loves’ শীর্ষক এই লেকচারটি দিয়েছিলেন ২০১৯ সালের রামাদানে, খুব সুন্দর কনসেপ্টে। কুরআনুল কারিম ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহে আল্লাহ তাআলা যেসব বিষয়কে পছন্দ করেন বলে বর্ণনা এসেছে, যেসব মানবিক গুণ আমাদের সবসময় অনুশীলন করা উচিত, এরকম ৩০টি বিষয়কে তিনি রামাদানের ৩০ দিনে আলােচনা করেছেন। অর্থাৎ রামাদানের প্রতিটি দিনে তিনি আল্লাহর পছন্দনীয় একটি গুণ নিয়ে আলােচনা করেছেন। বইটির প্রথম ভালাে দিক হলাে, এটি অধ্যয়ন করে আমরা একসাথে আল্লাহর পছন্দনীয় বহু বিষয় জানতে পারব। দ্বিতীয়ত, উপস্থাপনা চমৎকার ও যৌক্তিক হওয়ায় ইনশাআল্লাহ আমরা এই গুণগুলাে অর্জন এবং অনুশীলনে তৎপর হতে পারব বলেও আশা করা যায়।
Reviews
There are no reviews yet.